রাজবাড়ীতে ছাত্রদলের ১০ ইউনিটের কমিটি গঠন

রাজবাড়ীর পাঁচ উপজেলায় কলেজ ছাত্রদলের ১০টি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১ মার্চ রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্যসচিব মো. শাহীনুর রহমান শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠন করা হয়েছে।
রাজবাড়ী সরকারি কলেজ শাখায় মো. তানভীর খান রনিকে সভাপতি ও রাজন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য, ডা. আবুল হোসেন ডিগ্রি কলেজ শাখায় আসাদুজ্জামান খানকে (আকাশ) সভাপতি ও শাকিল খানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ শাখায় মোছা. কুয়াশা আক্তারকে সভাপতি ও আরিশা জাহান সৌরভীকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য, পাংশা সরকারি কলেজ শাখায় শামীমুর রহমান শোভনকে সভাপতি ও মো. হৃদয় হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য, কালুখালী সরকারি কলেজ শাখায় আসিফ মন্ডলকে সভাপতি ও মো. সাব্বির মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য, বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজ শাখায় মো. আকিদুল ইসলামকে সভাপতি ও রাকিব মন্ডলকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য, পাংশা মহিলা কলেজ শাখায় মোছা. প্রার্থনা ফারদিনকে সভাপতি ও তামান্না খাতুনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য, পাংশা উপজেলা মাছপাড়া ডিগ্রি কলেজ শাখায় আলমগীর মন্ডলকে সভাপতি ও আলিফকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ডিগ্রি কলেজ শাখায় মুরাদ শেখকে সভাপতি ও শিহাব শেখকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ শাখায় মোতাহের হোসেন সুমনকে সভাপতি ও মো. রিফাত সরদারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।
কমিটিগুলোকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী জেলায় পাঁচটি উপজেলায় কলেজ ছাত্রদলের ১০টি ইউনিটের আংশিক কমিটি দেওয়া হয়েছে। আগামী দিনের সব আন্দোলন-সংগ্রামে রাজবাড়ী জেলা ছাত্রদলের সব ইউনিট রাজপথে থাকবে।