শিরোনাম

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে: এ্যানি

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন   |   রাজনীতি

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে: এ্যানি

বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসর ও তাদের সঙ্গীরা এ অস্ত্র নিয়ে এখন সমাজে অপকর্ম করছে। সরকারকে দায়িত্ব নিয়ে অস্ত্র উদ্ধার করে সমাজের অস্থিরতা দূর করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনও হবে। অস্ত্র উদ্ধার তার আগে করতে হবে। এ অস্ত্র দিয়ে আবারও সে ভোট কেন্দ্র দখলে যাবে, এ সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে। এটা সরকারের দায়িত্ব। বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গোহাটা রোড এলাকার বশির ভিলা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সারাদেশের আমাদের মাঝে একটি ঐক্য সৃষ্টি হয়েছে। এ সুদৃঢ় ঐক্যের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছেন, তার দোসররা পালায়নি। ৫ আগস্টের পর বিভিন্ন থানা লুট হয়েছে, আগুন দিয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। এতে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, চুর-ডাকাতি করছে। সমাজকে একটি অস্থিতিশীলতায় নিয়ে গেছে। এজন্য এ অন্তর্বর্তী সরকারকে বলছি, আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরও বেশি সোচ্চার হতে হবে। খুব সহসা সরকার-স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে দেশে হানাহানি বাড়বে। অস্থিরতা বাড়বে, আইনশৃঙ্খলার আরও অবনতি হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি, অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করবো। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, বিএনপি নেতা শাহ মোহাম্মদ এমরান, বেলাল হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব মুনছুর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

রাজনীতি এর আরও খবর: