শিরোনাম

সরকারি প্রতিষ্ঠান থেকে ‘ফ্যাসিস্টের দোসর’ অপসারণের দাবিতে বিক্ষোভ

 প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন   |   রাজনীতি

সরকারি প্রতিষ্ঠান থেকে ‘ফ্যাসিস্টের দোসর’ অপসারণের দাবিতে বিক্ষোভ

সরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে আন্দোলন করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারালেও বিভিন্ন সরকারি দপ্তরে তাদের অনুগত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে আছেন। তারা নানাভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। দুপুর দেড়টার পর আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। তারা সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। আন্দোলনকারীরা জানান, সরকার যদি তাদের দাবি মেনে নেয়, তবে তারা আন্দোলন থেকে সরে আসবেন। তবে আপাতত তারা রাস্তা ছেড়ে খামারবাড়ি মোড়ে অবস্থান নিচ্ছেন। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার এএসআই মফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তা বন্ধ ছিল। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

রাজনীতি এর আরও খবর: