ভ্যালেন্টাইন্সে পাঠাও নিয়ে এলো ‘এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও’

আসছে ভ্যালেন্টাইন্সে ‘এক্সপ্লোর টুগেদারনেস উইথ পাঠাও’ ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাম্পেইনে থাকছে পাঠাও কার, ফুড ও পার্সেল-এ অফারস ও ডিস্কাউন্টস। ক্যাম্পেইনটি চলবে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ক্যাম্পেইনে থাকছে ভিন্ন ভিন্ন সব অফার ও ডিস্কাউন্ট। পাঠাও ফুড নিয়ে এসেছে ১৪ টাকা ডেলিভারি ফি অফার। এ ছাড়া ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে Couples Favorites ট্যাব-এর রেস্টুরেন্টগুলোতে ৫২ শতাংশ পর্যন্ত ডিস্কাউন্ট।
ভ্যালেন্টাইনে পাঠাও কার ইন্টারসিটিতে ঢাকার আশপাশে ঘুরতে গেলে পাবেন ১৪ শতাংশ ৫০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট। এ ছাড়া, ভালোবাসা দিবসে ব্যস্ততায় অথবা যেকোনো কারণে প্রিয়জনের পাশে থাকতে না পারলেও, পাঠাও পার্সেল আপনার গিফট ইন্সট্যান্টলি পৌঁছে দিবে প্রিয়জনের কাছে।