শিরোনাম

সিংড়ায় ৮২ বছরের ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন   |   লাইফস্টাইল

সিংড়ায় ৮২ বছরের ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব

নাটোরের সিংড়ায় শালমারা গ্রামে হয়ে গেল দিনব্যাপী মাছ ধরা উৎসব। সকাল থেকে মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেন গ্রামের শতশত মানুষ। ৮২ বছরের অধিক সময় ধরে গ্রামটিতে আয়োজন করে আসছে এ উৎসব। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ উৎসব ঘিরে আনন্দ মেতে ওঠেন গ্রামবাসী। এ মাছ ধরা উৎসব দেখতে দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজনসহ আরও অনেক মানুষ ভিড় করে পুকুরের চারপাশে।   সরেজমিনে দেখা গেছে, নাটোর জেলা সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে একটি পুকুরে সৌখিন শিকারিরা মাছ ধরছেন। উৎসবে শতাধিক শিকারি নৌকা, কলাগাছের ভেলা দিয়ে এ পুকুর থেকে মাছ ধরেন। উৎসবে শিকারিদের জাল এবং বড়শীতে ধরা পরে নানা প্রজাতির মাছ। এই উৎসব দেখতে আত্মীয়-স্বজনসহ ও অন্য গ্রাম থেকেও মানুষ এসেছে।  মাছ ধরা উৎসবে আসা সাকিব নামে একজন বলেন, ‘প্রতি বছর এই আয়োজন করা হয় । আমরা দেখতে আসি। মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। দেখে মনে হয় বাঙালির চিরচেনা সেই ঐতিহ্য ফিরে এসেছে। শিকারিদের অনেকেই রুই, কাতলা, চিতল, ফলি, তেলাপিয়া, বিভিন্ন জাতের কার্প মাছসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ ধরেন। উৎসবে কেউ অনেক মাছ ধরতে পারলেও কিছু মাছ শিকারি তেমন একটা মাছ পায়নি। তবে যারা বড় আকারের মাছ শিকার করেছেন তাদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ।   সৌখিন মাছ শিকারি কাহার আলী বলেন, ‘মাছ ধরতে আমার ভালো লাগে। আজ অনেক মাছ পেয়েছি। তাই খুশি একটু বেশিই। তবে মাছ শিকারিরা বলেন, মাছ পাওয়া বড় বিষয় নয়; এখানে অংশ নিয়েছি এটাই আনন্দের ছিল।’