শিরোনাম

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন   |   বিচার বিভাগ

সাবেক এমপি ছানোয়ারসহ ৩ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাজধানীর ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন (৫৪)’সহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন— ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আবু মুসা আনসারী (৫৬) ও ভাটারা থানার ৪০নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী (৫৮)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানা সূত্রে জানায়, গত ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানাধীন জে ব্লকের ৯নং রোডের পাকা রাস্তার উপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী সেই মামলায় এজাহারভুক্ত ও এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী এই মামলার তদন্তে প্রাপ্ত তথ্য আসামি।

থানা সূত্র আরও জানায়, শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা হতে ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারীকে ও ছুলমাইদ এলাকা হতে সালাউদ্দিন সালেককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বিচার বিভাগ এর আরও খবর: