প্রভাষক নিয়োগ দেবে আর্মি মেডিকেল কলেজ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় ০২টি বিভাগে ০৩ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: বগুড়া সেনানিবাস
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা আর্মি মেডিকেল কলেজ বগুড়া এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: চিফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, বগুড়া সেনানিবাস, বগুড়া এই ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে জমা দিতে পারবেন।
আবেদন ফি: ট্রাস্ট ব্যাংক লিমিটেড, বগুড়া সেনানিবাস শাখা অনুকূলে চিফ এক্সিকিউটিভ অফিসার, আর্মি মেডিকেল কলেজ বগুড়া এর অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ জানুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: ইত্তেফাক, ১০ জানুয়ারি ২০২৫